এলো শরৎ চল ছুটে চল
মন হয়েছে আকুল,
চোখ মেলে দেখ
ফুটেছে কাশফুল
ছাপিয়ে ব্রহ্মপুত্রের দু'কূল।
গ্রামে কতো মজা,ধুলিমাখা সুখ
যান্ত্রিক শহরে আজ
প্রাণ করে ধুকপুক।
মাঠ জুরে সব তরুণ কিশোর
আজ গেলা সব কই,
রাজমহলের প্রাসাদ দোরে শূন্য বসে রই।
হারিয়ে কোথায় গেলি রে সব
আয়রে ফিরে আয়,
কাশফুলের শুভ্র দেশে
সবাই মিশে যাই।
দুরন্ত ঘোড়া যেমন টগবগিয়ে চলে
সবাই মিলে ছুটবো মোরা
শুভ্র দেশে,
তারই তালে তালে।
-মায়া রাজবংশী
মন হয়েছে আকুল,
চোখ মেলে দেখ
ফুটেছে কাশফুল
ছাপিয়ে ব্রহ্মপুত্রের দু'কূল।
গ্রামে কতো মজা,ধুলিমাখা সুখ
যান্ত্রিক শহরে আজ
প্রাণ করে ধুকপুক।
মাঠ জুরে সব তরুণ কিশোর
আজ গেলা সব কই,
রাজমহলের প্রাসাদ দোরে শূন্য বসে রই।
হারিয়ে কোথায় গেলি রে সব
আয়রে ফিরে আয়,
কাশফুলের শুভ্র দেশে
সবাই মিশে যাই।
দুরন্ত ঘোড়া যেমন টগবগিয়ে চলে
সবাই মিলে ছুটবো মোরা
শুভ্র দেশে,
তারই তালে তালে।
-মায়া রাজবংশী
![]() |
ছবি: সংগ্রহ |
No comments:
Post a Comment