Wednesday, August 14, 2019

মুজিব মানেই বাংলাদেশ

আগস্ট মাসে এই স্বদেশে
আকাশ মেঘে ঢাকা,
বৃষ্টি পরে অবিরত
তোমায় ভুলে যায় না থাকা।
তোমার অপেক্ষায় তরুণ সমাজ
তোমার যোগ্য উত্তরসূরি,
আগস্টের সেই দিনের কথা
কেমন করে সইতে পারি?
মুজিব মানে বঙ্গবন্ধু
মোদের গর্ব,মোদের দেশ,
সেই চেতনায় তরুণ সমাজ
মুজিব মানেই বাংলাদেশ।
লেখক-জাহানুর রহমান খোকন

No comments:

Post a Comment