Wednesday, August 14, 2019

নদী বাঁচাও

বন্ধ করে ফসলি জমি
নষ্ট করে কড়ি,
আষাঢ় মাসের বর্ষা কালে
নেই ক্যানেলে পানি.

আমাদের ছোট নদী
জল থই থই করে,
কোটি টাকার ক্যানেল গুলো
হা-হতাশায় মরে।





খতিয়ে দেখ অতীত স্মৃতি
জানো তুমি কত,
নদী ছাড়া হয়নি আদায়
দাবি দাওয়া যতো।

নদীর সাথে বীর বাঙ্গালীর
জীবন মৃত্যু গড়া,
ক্যানেল নয় নদী বাঁচাও
ঘুচবে দেশের খরা।

নদীর জন্য যদি তোদের
কষ্ট মনে জাগে,
নদী বাঁচলে দেশ বাঁচবে
রাখবে মনে আগে।
লেখক-জাহানুর রহমান খোকন 

No comments:

Post a Comment