ফাগুণ এলেই আগুন জ্বলে
গাছের শাঁখে শাঁখে ফোটে রক্তকবরি,
মস্তিষ্কে নয়,রক্তক্ষরণ ঘটায় হৃদয়ে।
কত কষ্ট, না বলা শত ব্যথা
কানে কানে বলে যাওয়া কথা
তোমায় ভালবাসি।
প্রেমারতির গন্ধহীন বসন্ত বিলাস
তোমাকে ছাড়া প্রথম নয়,
জীবনের এই আবর্তমান কালের।
একটি গোলাপের আত্মহুতি,
কুমারির কোলজুড়ে নেমে আসা চাঁদ
ভালবাসা শব্দটি বিলাসিতা ছাড়া কিছুই নয়।
হাতে হাত রাখো
কাধে রাখো মাথা
ভেবে দেখো,
কতো ফাগুনের আগুন জ্বলে বুকে।
একবার এসো আমাদের গ্রামে
শিমুল ফুলে কিভাবে সাঁজে ফাগুণ
যেখানে কবিদের ভাবনার পরবাস,
কাকদের সেখানে মেলা বসে।
তোমার খোঁপায় থাকবে গোলাপ ফুল
আমি তোমায় ব্যাঙ্গমার গল্প শুনাবো
একবার এসো তব,
আমি তোমায় শিমুল বনে
কাকদের মেলা দেখাবো।।
-জাহানুর রহমান খোকন
গাছের শাঁখে শাঁখে ফোটে রক্তকবরি,
মস্তিষ্কে নয়,রক্তক্ষরণ ঘটায় হৃদয়ে।
কত কষ্ট, না বলা শত ব্যথা
কানে কানে বলে যাওয়া কথা
তোমায় ভালবাসি।
প্রেমারতির গন্ধহীন বসন্ত বিলাস
তোমাকে ছাড়া প্রথম নয়,
জীবনের এই আবর্তমান কালের।
একটি গোলাপের আত্মহুতি,
কুমারির কোলজুড়ে নেমে আসা চাঁদ
ভালবাসা শব্দটি বিলাসিতা ছাড়া কিছুই নয়।
হাতে হাত রাখো
কাধে রাখো মাথা
ভেবে দেখো,
কতো ফাগুনের আগুন জ্বলে বুকে।
একবার এসো আমাদের গ্রামে
শিমুল ফুলে কিভাবে সাঁজে ফাগুণ
যেখানে কবিদের ভাবনার পরবাস,
কাকদের সেখানে মেলা বসে।
তোমার খোঁপায় থাকবে গোলাপ ফুল
আমি তোমায় ব্যাঙ্গমার গল্প শুনাবো
একবার এসো তব,
আমি তোমায় শিমুল বনে
কাকদের মেলা দেখাবো।।
-জাহানুর রহমান খোকন
No comments:
Post a Comment