Wednesday, August 14, 2019

এসো হে বৈশাখ


বৈশাখী রোদে আবার বেজেছে
রঙিন কাচের চূড়ি,
মাঠ-ঘাট চৌচির
ক্ষেত পুড়ে খাক
পানি বিনা কৃষক আহামরি।

দুঃখ সুখ আশা ও নৈরাশা তোমার ফুৎকারে বালুসম,
উড়-ক গগনে
ভরে উঠুক ভস্মসার পৃথিবী মম।

ঈশান কোণে শুনি
তোমার  অকুন্ঠিত প্রলয়ের ডাক,
সকল দীনতা ক্লেশ লুপ্ত কর
জড়তা রুক্ষতা ধুয়ে মুছে যাক।
তুমি এসো কৃষাণীর ডালি-কুলায়
গরম ভাতের ওম উঠুক
অনাহারির চুলায়।
সকল দুঃখ ক্লান্তি ধুয়েমুছে যাক
এসো হে বৈশাখ।
লেখক-জাহানুর রহমান খোকন

No comments:

Post a Comment