Wednesday, August 14, 2019

নারী

নারী নদীর মতো
নাকি
নদী নারীর মতো,
নাকি নারী ও নদী একশিল্প।?।
প্যাঁচ খেয়ে যাই।
তোমাকে পেয়েছি ঘুমন্ত স্বপ্নে
আলো আঁধারের মাঝে
চাঁদহীন পূর্ণিমার রাতে
শিল্পরুপে।
দূরুত্ব বজায় রেখে
দৃষ্টিতে সন্ন্যাসী হয়ে
আলগোছে খুলেছিনু
শাড়ির আঁচল।
হাতের আংগুলগুলো প্রবাহমান নদী হয়ে
দৃষ্টিকে প্রসারিত করে
উরুর ভাজ,ক্ষীণ চাঁদ স্তন
পেটের মসৃণ ত্বক।
লক্ষীর ছাপের মতো
নীরবে আংগুল চলে যায় নাভীমূলে
জেগে উঠে দ্বিতীয় শরীরের অস্তিত্ব।
অতঃপর আলোরা নিভে যায়
জেগে উঠে শিল্পীমন
দু'হাতে চলে শিল্প ভাঙার লড়াই,
নিতম্ব কুঞ্জে মুখ গুজে সম্প্রচারিত হয়
সেই সংবাদ।

No comments:

Post a Comment