ভোট আসছে নেতা চাপছে
জনগণের কাছে,
মাথা ঠুকায় দেখা হলে
মুচকি মুচকি হাসে।
ভোটের আগে নেতা আমার
ধোয়া তুলসীপাতা,
বাড়ি বাড়ি গিয়ে বলেন
মধুর মধুর কথা।
মহামূল্যবান ভোটটি আপনারা
দয়া করে দিবেন,
আমি নেতা হলে আপনি
সব সুবিধা পাবেন।
ভোটের আগে নেতা আমার
বুকে মিলায় বুক
নেতার অসহায়ত্ব দেখে
মনে লাগে দুঃখ।
ভাবখানা তার এমন থাকে
যেন অসহায়,
কাংগালী ভোগ দিলেও নেতা
সবার সাথেই খায়।
ভোটের পরে নেতা আমার
হয়ে যায় অচীন
ভাবটা এমন মানুষ দেখলে
করে গা ঘিণঘিণ।
-জাহানুর রহমান খোকন
জনগণের কাছে,
মাথা ঠুকায় দেখা হলে
মুচকি মুচকি হাসে।
ভোটের আগে নেতা আমার
ধোয়া তুলসীপাতা,
বাড়ি বাড়ি গিয়ে বলেন
মধুর মধুর কথা।
মহামূল্যবান ভোটটি আপনারা
দয়া করে দিবেন,
আমি নেতা হলে আপনি
সব সুবিধা পাবেন।
ভোটের আগে নেতা আমার
বুকে মিলায় বুক
নেতার অসহায়ত্ব দেখে
মনে লাগে দুঃখ।
ভাবখানা তার এমন থাকে
যেন অসহায়,
কাংগালী ভোগ দিলেও নেতা
সবার সাথেই খায়।
ভোটের পরে নেতা আমার
হয়ে যায় অচীন
ভাবটা এমন মানুষ দেখলে
করে গা ঘিণঘিণ।
-জাহানুর রহমান খোকন
No comments:
Post a Comment